হাতিয়াকে জেলা ও নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি

সংবাদপত্র ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাতিয়াকে জেলায় উন্নীত করা এবং নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি’।


শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং নতুন ঘোষিত হাতিয়া জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন করতে হবে। তারা প্রশ্ন তোলেন—ময়মনসিংহ ও কুমিল্লা যদি বিভাগ হতে পারে, তবে নোয়াখালী কেন নয়।

বক্তারা আরও বলেন, ভাসানচরকে নোয়াখালী থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। কিন্তু ভাসানচরকে নতুন থানা ঘোষণা করে হাতিয়া উপজেলা নিয়ে জেলা গঠন করা সম্ভব। এতে চারটি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন করা যাবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই জাতীয় সনদে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত না এলে আগামী ১৭ অক্টোবর ফেনীর মহিপাল, চিটাগাং রোড ও যাত্রাবাড়ী মোড়ে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মৎস্য ভবন প্রদক্ষিণ করে সচিবালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী জেলা সমিতির সভাপতি এমএ খান বেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ (দুলাল), সিনিয়র সহসভাপতি কেএম মোজাম্মেল হক, সহসভাপতি আইয়ুব আলী এবং কমিটির সদস্য তোফায়েল আলম প্রমুখ।

এলাকার খবর

সম্পর্কিত