পটুয়াখালী-২ আসনে এগিয়ে বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদার

সংবাদপত্র প্রতিবেদক
শহীদুল আলম তালুকদার ছবি: সংবাদপত্র
শহীদুল আলম তালুকদার ছবি: সংবাদপত্র

জাতীয় সংসদের পটুয়াখালী-০২ (বাউফল) আসনের রাজনীতিতে শহীদুল আলম তালুকদার একটি গুরুত্বপূর্ণ নাম। বিএনপির দলীয় এই নেতা নিজের যোগ্য নেতৃত্ব ও জনসমর্থন দিয়ে বাউফল উপজেলায় বিএনপির অবস্থান শক্তিশালী করতে অসামান্য ভূমিকা রেখেছেন। তার দক্ষ নেতৃত্বে এই আসনে বিএনপি একাধিকবার জনগণের ভোটে সফলতা পেয়েছে।

শহীদুল আলম তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা। তার নেতৃত্বগুণের প্রমাণ ১৯৮৪ সালে ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্পষ্ট। ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে তার সফলতার ধারাবাহিকতায় ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন এমপি আ স ম ফিরোজের আপন ছোট ভাইকে বিপুল ভোটে পরাজিত করে বিজয় অর্জন করেন। পরবর্তীতে, ১৯৯০ সালের উপজেলা পরিষদের নির্বাচনে পুনরায় একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি বিজয়ী হন।

১৯৯৬ সালের নির্বাচনে শহীদুল আলম তালুকদার আওয়ামী লীগের আ স ম ফিরোজের কাছে মাত্র ২৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। কালিশুরী ইউনিয়নের রাজাপুর কেন্দ্রে অনিয়ম এবং প্রশাসনিক প্রভাব নিয়ে বিতর্ক থাকলেও তার শক্তিশালী জনসমর্থনের কারণে জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

২০০১ সালের জাতীয় নির্বাচনে শহীদুল আলম তালুকদার বিএনপি জোটের প্রার্থী হিসেবে আ স ম ফিরোজকে ১৬,৯৩১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এটি বাউফল উপজেলায় বিএনপির জন্য একটি ঐতিহাসিক জয় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।

বিএনপির দলীয় গোপন জরিপের ভিত্তিতে শহীদুল আলম তালুকদার ১৯৯৬ সাল থেকে বিএনপির মনোনয়ন পেয়ে আসছেন। তার নেতৃত্বের প্রতি দলের আস্থা ও জনগণের সমর্থনই তাকে বারবার মনোনয়ন এনে দিয়েছে।

২০০৮ সালের নির্বাচনে ১/১১-এর মিথ্যা মামলার কারণে তার মনোনয়ন বাতিল হয়। তার পরিবর্তে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও বিপুল ভোটে পরাজিত হন। ২০১৪ ও ২০১৮ সালের কথিত নির্বাচনে শহীদুল আলম তালুকদার বিএনপির মনোনয়ন পেলেও বিএনপির নির্বাচন বর্জনের কারণে নৌকার প্রার্থী বিজয়ী হয়।

শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে বাউফল উপজেলায় বিএনপির শক্ত ভিত্তি তৈরি হয়েছে। তার কর্মধারা ও নেতৃত্ব আগামী প্রজন্মের নেতাদের জন্য পথপ্রদর্শক হতে পারে।

শহীদুল আলম তালুকদার শুধুমাত্র একজন নেতা নন, তিনি বাউফল উপজেলার বিএনপির জন্য একটি উজ্জ্বল প্রতীক। 
আগামি ২০২৬ সালের নির্বাচনে - জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক  কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি, বর্তমানে ঢাকা দক্ষিণের জামায়েত এর সেক্রেটারি বাউফল আসনে নির্বাচন করবেন। তিনি অত্যন্ত দক্ষ ভাবে মাঠ গুছিয়েন। এই আসনে মাসুদ সাহেবকে হারাতে সহিদুল আলম তালুকদারের বিকল্প নেই। বাউফলের সর্বস্তরের জনতা এটাই মনে করেন।

এলাকার খবর

সম্পর্কিত