জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এর নিকট স্মারকলিপি প্রদান করেন বান্দরবান জামায়াতে ইসলামীর আমীর এসএম আব্দুস ছালাম আজাদ, নায়েবে আমীর আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা।
এর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখার আমীর এসএম আব্দুস ছালাম আজাদ বলেন, অন্যান্য দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারলে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমস্যা কোথায়।
তিনি বলেন, একটি পক্ষ জুলাই সনদ বাতিলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমাদের ভাই-বোনদের রক্তের সাথে বেঈমানী করা হবে। তাই জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধের দাবী জানান তিনি।
এসময় জামায়াত ইসলামী, বান্দরবান শাখার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।