যশোর জেলার প্রথম শ্রেণির পৌরসভা বেনাপোল পৌরসভা সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে কার্যক্রম স্থগিত করে শার্শা সহকারী ভূমি কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এ সময় পৌরসভার প্রায় সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকায় সেবা নিতে আসা পৌরবাসী চরম ভোগান্তির শিকার হন।
দুপুর থেকে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, শুধুমাত্র একজন নারী রিসেপশনিস্ট ছাড়া আর কোনো কর্মকর্তা উপস্থিত নেই। সেবা নিতে আসা সাধারণ মানুষ অপেক্ষা করলেও কোনো সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যান।
একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,“এখন তিনটা বাজে, পৌরসভায় একজন কর্মকর্তাও নাই। আজ কি সরকারি ছুটি? আমরা সেবা না পেয়ে চলে যাচ্ছি।”
এদিকে, বেনাপোল পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা গত কয়েকদিন ধরে পানিবন্দী হয়ে আছে। এ নিয়ে পৌরবাসী একাধিকবার অভিযোগ করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স ছাড়া অন্য কোনো উন্নয়নমূলক কাজ দৃশ্যমান নয়।
কিছুদিন আগে বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে পৌরসভার নয়টি ওয়ার্ডে রাস্তা সংস্কার, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসনের জন্য একটি পরিকল্পনার খসড়া প্রকাশ করেছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি, যা নিয়ে পৌরবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, সহকারী ভূমি কর্মকর্তার বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে দুপুর থেকে সকল কর্মকর্তা অনুষ্ঠানস্থলে চলে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ বিষয়ে বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজির হাসানের সঙ্গে মোবাইলে কল করে ও খুদেবার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো জবাব দেননি।
পৌরবাসীর অভিযোগ, একটি বিদায় অনুষ্ঠানের জন্য পুরো পৌরসভার সেবা কার্যক্রম স্থগিত করা অযৌক্তিক এবং সাধারণ মানুষের সঙ্গে অবিচার। তারা পৌরসভার উন্নয়ন ও সেবার মানোন্নয়নের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।