শার্শায় সংঘর্ষ: দুই বিএনপি কর্মী আহত, ধাওয়ায় গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক | সংবাদপত্র
শার্শায় সংঘর্ষ: দুই বিএনপি কর্মী আহত, ধাওয়ায় গুলিবর্ষণ, সংবাদপত্র ছবি:
শার্শায় সংঘর্ষ: দুই বিএনপি কর্মী আহত, ধাওয়ায় গুলিবর্ষণ, সংবাদপত্র ছবি:

যশোরের শার্শায় দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এ সময় উত্তেজিত গ্রামবাসী দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে দাউদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দাউদখালীর নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছিলেন। তবে সম্প্রতি বিএনপির কিছু নেতাকর্মীরা অভিযোগ করেন—আওয়ামী শাসনামলে এসব পরিবার তাদের ওপর নির্যাতন চালিয়েছিল। ফলে তাদের দাবি, ওই পরিবারগুলো আর বিএনপির কোনো কর্মকাণ্ডে থাকতে পারবে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কুদ্দুস আলী বিশ্বাস। অভিযোগ রয়েছে, তার নির্দেশে ১০-১২ জনের একটি দল দাউদখালী গ্রামে হামলা চালায়। তারা স্থানীয় আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে।

এসময় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করে। এসময় জনতা দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে হেফাজতে নিয়েছে। বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

এলাকার খবর

সম্পর্কিত