ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

সংবাদপত্র ডেস্ক
ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক ছবি: সংগৃহীত
ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী, পুরুষ ও শিশুসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে একই রাতে নতুনপাড়া বিওপির টহল দল পৃথক মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত