গোবিন্দগঞ্জে অপহরণের ৫ ঘণ্টা পর নগদের ডিএসও উদ্ধার

সংবাদপত্র ডেস্ক
অপহরণের ৫ ঘণ্টা পর নগদের ডিএসও উদ্ধার ছবি: সংগৃহীত
অপহরণের ৫ ঘণ্টা পর নগদের ডিএসও উদ্ধার ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকা থেকে নগদ এজেন্ট ব্যাংকিংয়ের ডিএসও জামিরুল ইসলামকে অপহরণের পাঁচ ঘণ্টা পর জয়পুরহাটের কালাই উপজেলার ক্ষেতলাল নিচিন্তপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে রাজস এলাকায় ওঁত পেতে থাকা একটি মাইক্রোবাস দিয়ে জামিরুলের মোটরসাইকেলের গতিরোধ করে অপহরণকারীরা। তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তার মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে শাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ গ্রাম পুলিশের সহায়তায় মোটরসাইকেলটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বিকাল ৪টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর হাউজের কর্মীরা খোঁজাখুঁজি করে জয়পুরহাটের কালাই উপজেলার নিচিন্তপুর এলাকায় একটি ফাঁকা স্থান থেকে আহত অবস্থায় জামিরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “অপহরণকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ তৎপর রয়েছে।”

এলাকার খবর

সম্পর্কিত