বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরেও উদযাপিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে দিনাজপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত স্বরণকালের অন্যতম বৃহৎ আনন্দ র্যালিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আনন্দ র্যালিটি দিনাজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয় পার্টি অফিসে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন দিনাজপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ আলী। একই সঙ্গে অংশ নেন স্টেট ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক ও তরুণ প্রজন্মের উদীয়মান নেতা মাহমুদুর রহমান আবীর।
এসময় বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।
আনন্দ র্যালিতে ব্যানার, ফেস্টুন, স্লোগান ও নানা আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। এতে অংশগ্রহণ করেন পৌর বিএনপি, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।