সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫ (ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ গঠন করা হয়েছে।
ঘটনার তদন্তে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর করা একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গত শনিবার মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
গতকাল রোববার শিক্ষার্থীরা উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুত বিচার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।