পবিত্র মক্কাকে ঘিরে সৌদির নতুন মেগা পরিকল্পনা

সংবাদপত্র ডেস্ক
পবিত্র মক্কাকে ঘিরে সৌদির নতুন মেগা পরিকল্পনা ছবি: সংগৃহীত
পবিত্র মক্কাকে ঘিরে সৌদির নতুন মেগা পরিকল্পনা ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদকে কেন্দ্র করে সৌদি আরব গ্রহণ করেছে এক বিশাল উন্নয়ন প্রকল্প। বিশ্বের মুসলমানদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ আতিথেয়তা, আবাসন ও নামাজের সুবিধা নিশ্চিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্পটির নাম ‘কিং সালমান গেট’, যা আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে ১২ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে এটি নির্মিত হবে। এখানে থাকবে আবাসিক ভবন, বাণিজ্যিক এলাকা, সাংস্কৃতিক কেন্দ্র ও বিলাসবহুল হোটেল। একইসঙ্গে ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় ৯ লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

প্রকল্পটির ভিডিও প্রদর্শনীতে দেখা গেছে—গ্র্যান্ড মসজিদের চারপাশে আধুনিক আকাশচুম্বী ভবন এবং শান্তির প্রতীক সাদা পায়রার উড়াউড়ি। পুরো প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি সরকার ২০৩০ সালের মধ্যে পবিত্র মক্কায় প্রায় ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্য নিয়েছে। এ উদ্দেশ্যে মক্কা ও মদিনাকে ঘিরে অবকাঠামো ও পর্যটন উন্নয়নে একাধিক মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে কিং সালমান গেট প্রকল্পটি অন্যতম।

বিষয়:

মক্কা সৌদি
এলাকার খবর

সম্পর্কিত