ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়মকানুন

সংবাদপত্র ডেস্ক
ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়মকানুন ছবি: সংগৃহীত
ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়মকানুন ছবি: সংগৃহীত

লাখো মুসলমানের কাছে ওমরাহ পালন সবসময়ই একটি স্বপ্ন। কিন্তু ভিসার আবেদন, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থার মতো ধাপগুলোতে অনেক সময় বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয়। অনেকে হজ-ওমরাহ সংক্রান্ত এজেন্সির ওপর নির্ভর করেন, আবার কেউ কেউ পর্যটন ভিসা নিয়ে সৌদি আরব গিয়ে ওমরাহ পালনের চেষ্টা করেন।

সৌদি সরকার সম্প্রতি ওমরাহ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছে। ভিসা, পরিবহন থেকে শুরু করে আবাসন পর্যন্ত সবকিছু সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও সংগঠিত। নতুন নিয়মে যে ১০টি পরিবর্তন এসেছে, তা ওমরাহ পালনে ইচ্ছুকদের জানা জরুরি:

১. ভিসার আবেদনের সময় হোটেল বুকিং বাধ্যতামূলক
ওমরাহ ভিসার আবেদন করতে গেলে মাসার সিস্টেমের (নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত) মাধ্যমে অনুমোদিত হোটেল বুক করতে হবে। কেউ আত্মীয়ের বাসায় থাকলে সেই তথ্যও দিতে হবে।

২. আত্মীয়ের বাসায় থাকতে হলে দিতে হবে সৌদি পরিচয়পত্রের তথ্য
যারা আত্মীয় বা বন্ধুর বাসায় থাকতে চান, তাদের অবশ্যই সেই আত্মীয়ের সৌদি ইউনিফায়েড আইডি নম্বর দিতে হবে। এটি সরাসরি ভিসার সঙ্গে যুক্ত থাকবে।

৩. পর্যটন ভিসায় ওমরাহ নয়
এখন থেকে পর্যটন ভিসায় ওমরাহ পালন করা যাবে না। এ নিয়ম ভাঙলে আটক হওয়া বা মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে।

৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক
সবাইকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে। এটি ই-ভিসা হতে পারে বা অনুমোদিত এজেন্সির প্যাকেজের মাধ্যমে হতে পারে।

৫. ভ্রমণপথ পরিবর্তন করা যাবে না
ভিসার আবেদনের সময় ভ্রমণপথ নির্দিষ্ট করতে হবে। পরবর্তীতে এটি পরিবর্তন বা স্থগিত করলে জরিমানা গুনতে হবে।

৬. সময়সীমা অতিক্রমে জরিমানা
ভিসার নির্ধারিত সময়ের বাইরে থাকা যাবে না। অতিরিক্ত অবস্থান করলে জনপ্রতি ন্যূনতম ৭৫০ রিয়াল জরিমানা এবং সিস্টেম ব্লকেজের মুখে পড়তে হতে পারে।

৭. বিমানবন্দরে বুকিং যাচাই
সৌদিতে পৌঁছানোর পর বিমানবন্দরে কর্মকর্তারা নুসুক বা মাসারের মাধ্যমে হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবেন। বুকিং না থাকলে জরিমানা বা আটকের ঝুঁকি থাকবে।

৮. শুধু অনুমোদিত পরিবহন ব্যবহার করতে হবে
ওমরাযাত্রীদের অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। এলোমেলোভাবে গাড়ি নেওয়া যাবে না।

৯. হারামাইন ট্রেনের সময়সীমা
হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টা পর্যন্ত চালু থাকে। এর পর পৌঁছালে বিকল্প অনুমোদিত পরিবহন আগে থেকেই বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা
অননুমোদিত ট্যাক্সি ব্যবহার থেকে শুরু করে নির্ধারিত সময়ের বেশি অবস্থান—যেকোনো নিয়ম ভাঙলে ৭৫০ রিয়াল বা তার বেশি জরিমানা করা হবে।

বিষয়:

ওমরাহ
এলাকার খবর

সম্পর্কিত