বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৫০ জন আনসার সদস্যকে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে আনসার সদর দপ্তরের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।সূত্রে জানা গেছে, বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত ও পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা-নিরীক্ষার কাজে ১৩৭ জন আনসার এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য নিয়োজিত আছেন। অভিযোগ উঠেছে, ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় প্রতিটি ট্রাক থেকে ‘বকশিশ’ বা ‘চা-খরচ’ নামে ১০ টাকা করে আদায় করা হচ্ছিল।
ঘুষ নেওয়ার চিত্র একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তে নেয় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই অভিযুক্ত আনসার সদস্যদের বেনাপোল বন্দর থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়।
এ বিষয়ে বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার অসিত কুমার বলেন, "আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এদিকে, বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। যে কোনো সময় তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।
বন্দরে চলমান এ ধরনের অব্যবস্থাপনা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ব্যবসায়ী মহল সন্তোষ প্রকাশ করেছেন।