ভারতের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ওপেনার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান পূর্ণ করা প্রথম নারী ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন। এই কীর্তির মাধ্যমে তিনি ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন।
রোববার উইমেনস বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৬৬ বলে ৮০ রান করেন মান্ধানা। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। এই পারফরম্যান্সের ফলে চলতি বছর তার মোট রান দাঁড়ায় ১ হাজার ৬২, যা নারীদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।
আগের ম্যাচেই এক বছরে সর্বাধিক রানের রেকর্ড নিজের করে নিয়েছিলেন মান্ধানা, এবার সেটিকে আরও সমৃদ্ধ করলেন তিনি। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক, যিনি ১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে করেছিলেন ৯৭০ রান।
বর্তমানে মান্ধানার নিচে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, যিনি ২০২২ সালে ৮৮২ রান করেছিলেন। এক পঞ্জিকাবর্ষে ৯০০ রানের ঘর পেরোতে পারেননি আর কেউ।
বিশ্লেষকদের মতে, মান্ধানার এই সাফল্য শুধু নারীদের ক্রিকেটেই নয়, ভারতীয় ক্রিকেটের সামগ্রিক ইতিহাসেও এক বিশেষ মাইলফলক। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি এখন আধুনিক যুগের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন।