ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৩ ভর্তি

সংবাদপত্র ডেস্ক
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু ছবি:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু ছবি:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাকি বিভাগের ভর্তি রোগীর সংখ্যা হলো: ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৪৭ জন, বরিশাল ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২২ জন, চট্টগ্রাম ১০৭ জন, খুলনা ৯৩ জন, রাজশাহী ৬৯ জন, ময়মনসিংহ ৪৬ জন, রংপুর ২৩ জন এবং সিলেট ৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৩০ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১১২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া বরিশাল বিভাগে ৩৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী ১১ জন, খুলনা ৮ জন, ময়মনসিংহ ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

বিষয়:

ডেঙ্গু
এলাকার খবর

সম্পর্কিত