অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এ।
নতুন এই সনদে বলা হয়েছে, বাংলাদেশে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ লক্ষ্যে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নির্ধারণের এই প্রস্তাবে বিএনপি, জামায়াতসহ মোট ৩৩টি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর নেতারা সনদে স্বাক্ষর করেন। ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানকে সম্মান জানিয়ে এই দলিলটিকে নতুন রাজনৈতিক ঐকমত্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদ–২০২৫–এ স্বাক্ষর থেকে বিরত থাকে।