সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল

খবরপত্র ডেস্ক
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল ছবি: খবরপত্র
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল ছবি: খবরপত্র

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা অতিরঞ্জিত সম্মানসূচক সম্বোধন করার নিয়ম বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, সরকারি অফিসে ‘স্যার’ বা এ ধরনের অপ্রয়োজনীয় সম্বোধনের পরিবর্তে পেশাগত ও মর্যাদাসম্মত আচরণ নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা ড. তাহমিনা রহমানকে নিয়ে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশিকা এবং সম্মানসূচক সম্বোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত দেশের সরকারি দপ্তরগুলোতে গঠনমূলক ও গণতান্ত্রিক আচরণের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে প্রচলিত ‘স্যার’ সম্বোধনটি উচ্চপদস্থ পুরুষ ও নারী কর্মকর্তাদের উদ্দেশে ব্যবহার করা হতো, যা অনেকের কাছেই অসম্মতিজনক ও অদ্ভুত বলে বিবেচিত।

উল্লেখ্য, সাবেক সরকার প্রধান শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে এ ধরণের প্রটোকল নিয়ম কার্যকর ছিল, যা এখন নতুন সরকার কর্তৃক পরিবর্তনের মুখে।

এলাকার খবর

সম্পর্কিত