রাজবাড়ীর হাসপাতাল সড়কের বেহাল দশা, এলাকাবাসীর বাধা

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর হাসপাতাল সড়কের বেহাল দশা, খবরপত্র ছবি:
রাজবাড়ীর হাসপাতাল সড়কের বেহাল দশা, খবরপত্র ছবি:

রাজবাড়ীর গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটির বেহাল অবস্থার কারণে বাধ্য হয়ে বাঁশ, কাঠ ও গাছের ডালপালা দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

পাবলিক হেলথ মোড় থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত প্রায় ১.৭ কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ আর পানি জমে চলাচল একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। ভারী ট্রাক ও মালবাহী যানবাহনের চলাচলে রাস্তার পিচ উঠে গিয়ে কোথাও গর্ত, কোথাও কাদা। বৃষ্টির কারণে ড্রেন বন্ধ হয়ে রাস্তার ওপরই জমছে পানি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সামান্য মেরামত ছাড়া কোনো টেকসই সংস্কার হয়নি। ফলে দুর্ঘটনায় রিকশা, অটোরিকশা উল্টে আহত হচ্ছেন পথচারী ও রোগীরা। হাসপাতাল, স্কুল-কলেজ, ক্লিনিকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এই সড়কের সঙ্গে যুক্ত থাকায় ভোগান্তি আরও বাড়ছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, প্রায় ২১ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। চলতি মাসের মধ্যেই অনুমোদন ও টেন্ডার আহ্বান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না হলে এ সড়ক আরও বিপজ্জনক হয়ে উঠবে।

এলাকার খবর

সম্পর্কিত