বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে কবর জিয়ারতের সময় তাঁরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং দেশের জন্য তাঁর অবদানকে স্মরণ করেন।
পরে নেতৃবৃন্দ ডিহি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের কবরেও জিয়ারত করেন। এ সময় তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এবং রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ ও অবদানের স্মৃতিচারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মফিকুল ইসলাম তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, বেনাপোল পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ, মোঃ লাফু মোড়ল, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, ডিহি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবু কালাম, ডিহি ইউনিয়ন বিএনপির নেতা মোঃ খাইরুল ইসলাম, সাবেক মেম্বার মোঃ সামসুর, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন যুবদল নেতা মোঃ জিয়া বিশ্বাস ও মোঃ লিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মফিকুল ইসলাম তৃপ্তি বলেন, “বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শুধু শার্শা বা যশোরের নয়, তিনি সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
এ সময় নেতৃবৃন্দ মরহুম সৈয়দ আলী বিশ্বাসের রাজনৈতিক অবদানের প্রশংসা করে বলেন, “তিনি ছিলেন তৃণমূলের প্রকৃত নেতা, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক বলেন,“আজ আমরা মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আমাদের দলের অভিভাবক মরহুম সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করেছি। তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের রাজনৈতিক সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান রাজনৈতিক সঙ্কটে শহীদদের আত্মত্যাগ ও প্রবীণ নেতাদের অবদান স্মরণ করে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।