সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন,প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন,অপ্রাপ্তিতে নয়।দীর্ঘ হোক সবার জীবন।মৃত্যুর চেয়ে জীবন বড়।আনন্দ,হাসি,খুশি,সুখ ও সাফল্যে ভরে ওঠুক সবার জীবন।প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতিধারা’ আয়োজিত বিশিষ্ট লেখক,কলামিস্ট,গল্পকার ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান এর ৬০তম জন্মদিন উদযাপন ও এ উপলক্ষ্যে হোসেন আবদুল মান্নান রচিত গ্রন্থসমূহের ওপর আয়োজিত গ্রন্থালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন,হোসেন আবদুল মান্নান গল্পের ছলে লেখেন।তার লেখায় একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রেফারেন্স উল্লেখ করা।আজকাল অনেক লেখক ও গবেষক চৌর্যবৃত্তির আশ্রয় নেন।বিভিন্ন লেখা কাট,কপি ও পেস্ট করে নকল করেন,রেফারেন্স দেন না।কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হোসেন আবদুল মান্নান।তিনি একজন সুলেখক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।প্রতিমন্ত্রী এসময় হোসেন আবদুল মান্নানকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার লেখক সত্তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন,বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল,সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মুকুল ও বিশিষ্ট অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী প্রমুখ।
নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক,কলামিস্ট,গল্পকার ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক মহিবুর রহিম ও বাংলা সংস্কৃতিধারা’র সভাপতি নূরুল কাদের সোহেল।
Authorized ।। mizanur rahman