দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক,প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান,বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের অকাল মৃত্যু দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিবেদিতপ্রাণ এই সাংবাদিকের কর্মময় জীবন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্বরূপ।
উল্লেখ্য,সাংবাদিক অমিত হাবিব (৫৯) গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
Authorized ।। mizanur rahman