ঝিনাইদহ প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ(সা.)সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালিগঞ্জ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কালিগঞ্জ ইমাম পরিষদের পক্ষ থেকে মেইন বাস স্ট্যান্ডের বায়তুন্ আমান জামে মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ ইমাম পরিষদের আহবায়ক মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে,কালিগঞ্জ উপজিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম(আনার)কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল-আলম(আরশাফ) বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন হাফেজ হেদায়েত উল্লাহ,মাওলানা আবু তালিব,মাওলানা রুহুল আমিন সৌরভ,মাওলানা মাহফুজ রহমান,মাওলানা ওবায়দুল্লাহ আশেকী, হাফেজ মাওলানা শাহিনুর রহমান,হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মেরাজ,মাওলানা দেলোয়ার হোসেন নুরপুরী,হাফেজ শফিক রহমান, হাফেজ মাওলানা খালিদ হাসান বিন শহীদ।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ(সা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা।আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।সমাবেশে বক্তারা বলেন,ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে অভিযুক্ত কারীদের ফাঁসির দাবি জানান।একক ভাবে পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।এছাড়াও বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক।
Authorized ।। mizanur rahman