বাকেরগঞ্জ প্রতিনিধিঃ কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে বোরো ধান আবাদের লক্ষে বরিশালের বাকেরগঞ্জে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে।সোমবার(৯ মে) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে বাংলাদেশ ধানগবেষনা ইনস্টিটিউটের আয়োজনে বোরো ধান কাটা উৎসব পালিত হয়।কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক ড.মোঃ শাহজাহান কবির,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ আলমগীর হোসেন,বরিশালের জেলা প্রশাসক জসিন উদ্দিন হায়দার,বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু,বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়,বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুছা ইবনে সাইদ,বাকেরগঞ্জ ১২ নং রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার,কৃষক হারুন হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে এপিএ পুলের সদস্য মোঃ হামিদুর রহমান,বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.দেবাশীষ সরকার,বাকেরগঞ্জের সহকারি কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক,বাকেরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান,বাকেরগঞ্জ থানার অফিসার ইনচাজ মোঃ আলাউদ্দিন মিলন,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন।বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর সভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোকলেচুর রহমান।বাকেরগঞ্জ উপজেলা জাপার যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার,প্রভাষক বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ।শুধু মাত্র রাস্তাঘাট,বড় বড় বিল্ডিং করলেই দেশের উন্নয়ন হবেনা। কৃষকদের উন্নতির উপর দেশের উন্নয়ন নির্ভরশীল।এজন্য প্রয়োজন বেশি করে শষ্য ফলানো।আর সেজন্য কৃষকদের কৃষি বীজ,কৃষি যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দিতে হবে।টাকা কোন সমস্যা নয়,মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের কৃষি ক্ষেত্রে সফলতার জন্য একটি বড় মেগা প্রকল্প তৈরী করতে বলেছেন।আমরা অচিরেই সেই প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কৃষি কৃক্ষে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো।কৃষকদের সাথে মতবিনিময় শেষে তিনি বিরুপ আবহাওয়ার মধ্যেও একটি বোরো ক্ষেতে নেমে বোরো ধানের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের পতিত জমিতে বেশি করে শষ্য উৎপাদন করার আহবান জানান।
Authorized ।। sangbadporto.com