তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ১১টি শাখা নিয়ে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরা”হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসবের আয়োজন করা হয়।সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকে কোমলমতি ছাত্ররা।তাদের বেশির ভাগই ছিল হাফেজ,কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।সুরের মুর্ছনায় শিহরিত হয়ে উঠে মঞ্চ,এ যেন এক ব্যতিক্রমি আয়োজন।ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ভিড় জমায় শত শত মাদরাসা পড়ুয়া ছাত্র।ব্যানার ফেস্টুনে সাজানো হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে।প্রতি বছরের ধারাবাহিকতায় এবার ১১তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব হলো।সোমবার সকাল ৮টা থেকে শুরু করে দিনব্যাপী চলে এই আয়োজন।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত ঢাকা কেন্দ্রিক ১১ টি শাখর মোট ২৩৭ জন হিফয সমাপনকারী ছাত্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।সেই সঙ্গে হাফেজ ছাত্রদের পিতা-মাতাকেও পুরষ্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফাদিলাতুস শায়েখ কামাল উদ্দীন জাফরী,প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফাদিলাতুশ শায়েখ মুহাম্মদ শাহজাহান মাদানী,প্রিন্সিপাল মিসবাহুল আলম কামিল মাদরাসা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন মানব জাতীর মুক্তির সনদ একমাত্র আল কুরআন।তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম ওলামাদের উৎসাহ প্রদান করবে।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাদিলাতুশ শায়েখ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ,প্রিন্সিপাল মহাখালী হোসাইনীয়া কামিল মাদরসা।ফাদিলাতুশ শায়েখ ড.মুহাম্মদ মানযুরে ইলাহী,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিব্য ও ইসলামী চিন্তাবিদ। ফাদিলাতুশ শায়খ হাফেয মুফতী মুহিব্বুল্লাহ বাকী নদবী,পেশ ইমাম,বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ।
ফাদিলাতুশ শায়েখ আবদুস সালাম মাদানী,ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন।ধন্যবাদ জ্ঞাপন করেন মো:আসলাম মিয়া, সিনিয়র ডিরেক্টর তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন।অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
Authorized ।। mizanur rahman