গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা,বিএফইউজের নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে গাজীপুর শিববাড়ি মোড়স্থ তাজ টাওয়ারে ইউরো বাংলা চাইনিজে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।তিনি বলেন-সাংবাদিকরা বিবেকের আয়না।তারা সমাজের সকল অসংগতি তুলে ধরে।কিন্তু আজ অসংখ্য নামধারী সাংবাদিকের ভীড়ে প্রকৃত সাংবাদিকরা কোনঠাসা।এ অবস্থার পরিবর্তন দরকার,তিনি আরো বলেন-বর্তমান সরকার সাংবাদিক তথা মিডিয়া বান্ধব।সরকার সাংবাদিকদের কল্যাণে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন-বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল,বিএফইউজের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ ওমর ফারুক ও মোঃ আকতার হোসেন সহ বিএফইউজের নির্বাহী সদস্য যথাক্রমে মন্টি ও নূরে জান্নাত সীমা,ইত্তেফাকের সাংবাদিক আল মামুন,সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ সালাম শান্ত।বিএফইউজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বলেন-গাজীপুর সাংবাদিক ইউনিয়নকে বিএফইউজের অধিভূক্ত করা হবে।তারা আরো বলেন-দেশে মিডিয়া আইন করছেন সরকার।সেখানে যাতে সাংবাদিকদের স্বার্থ রক্ষা হয়,সে বিষয়ে আমরা সরকারের সাথে আলোচনা করছি।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক মুকুল কুমার মল্লিক,দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,দৈনিক ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান,গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন সিকদার,শ্রীপুরের সাংবাদিক নেতা আব্দুস সালাম রানা,কালিগঞ্জের সাংবাদিক নেতা মাহফুজা আক্তার মণি,টঙ্গীর সাংবাদিক নেতা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ,মোহাম্মদ আলী ও মামুন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের টঙ্গী প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ-মোঃ মনিরুজ্জামান ও দপ্তর সম্পাদক-মোঃ কামাল হোসেন বাবুল।উল্লেখ্য-সাংবাদিক ইউনিয়নের ওই অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১১টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ প্যানেল মেয়র যথাক্রমে আঃ আলিম মোল্লা ও আয়েশা আক্তার।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন-সিটি কাউন্সিলর মোঃ শাহজাহান মিয়া সাজু ও মোঃ আবুল হোসেন।
Authorized ।। mizanur rahman