উত্তরা প্রতিনিধি:রাজধানীর উত্তরায় মাই টিভির ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাই টিভির প্রতিনিধি মাহমুদা আক্তার পুষন”এর উদ্যোগে ইফতার মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে মাই” টিভির সিনিয়র সাংবাদিক জাহিদ আহমেদ বাবু ও রিপোর্টার সামস তাব্রীজ উচ্ছাসের উপস্থিতিতে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সফল সভাপতি-রাসেল খান (মানবকন্ঠ)ভারপ্রাপ্ত সভাপতি -মানিক খান(যুগান্তর) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক -মাহতাব ফারাহি(নতুন বার্তা), সাংগঠনিক সম্পাদক -আবু বক্কর সিদ্দিকী সুমন(যুগান্তর),অনুষ্ঠানের উদ্দোক্তা -মহিলা সম্পাদক -মাহমুদা আক্তার পুষন(মাই টিভি), প্রচার প্রচারণা সম্পাদক-গাজী তারেক(এস এ টিভি),সাংস্কৃতিক সম্পাদক -স্বপন রানা(বাংলা টিভি), উত্তরা প্রেসক্লাবের সাবেক যুগ্ন আহবায়ক -সেলিম কবির, সদস্য সচিব -জুয়েল আনান্দ।
বাংলা টিভির ষ্টাফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান রুমন, ক্রাইম পেট্রোল বিডি”র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী, সাংবাদিক- আবুল হোসেন, শুকতারা ইসলাম ঐশী, হুমায়ুন কবির,আলাউদ্দিন আল আজাদ,বিপুল চৌধুরী,ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, জালালউদ্দিন চৌধুরী,সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার মোহাম্মদ হৃদয় খান, সেকান্তার আলী আকন্দ,শাহিন মৃধা, রবিউল আলম রাজু, নার্গিস আক্তার, আলামিন রেজা ও উত্তরা প্রেস ক্লাবের সন্মানিত সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা -কুতুবউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক -মতিউল হক মতি, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি -শাহজাহান মণ্ডল, সহ-সভাপতি সোহেল রেজা, উত্তরখান থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -আশুতোষ দত্ত সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।এছাড়াও আরোও উপস্থিত ছিলেন – বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক -মো: এমদাদ প্রধান।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাই টিভি পরিবারের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিনের সাথী”র দীর্ঘায়ু ও মাই টিভির উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন-উত্তরা প্রেস ক্লাবের সন্মানিত সদস্য -মো:শাহজালাল জুয়েল।
Authorized ।। sangbadporto.com