রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র রিকশাচালক মিজানুর রহমানের মেধাবী কন্যা সাদিয়া আফরিন হারিছার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।হারিছার বাড়ি বরিশালের বানারীপাড়া পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডে।গত ১ এপ্রিল দেশব্যাপী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী।৫ এপ্রিল প্রকাশিত ফলে ৪ হাজার ৩৫০ জন উত্তীর্ণ হন।মেধা তালিকায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান সাদিয়া আফরিন হারিছা।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন,প্রতিকূলতাকে জয় করে মেধাবী হারিছা রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।হারিছার ভবিষ্যত শিক্ষা জীবন যাতে কোন ধরনের আর্থিক প্রতিকূলতা তৈরি না হয় সেজন্য ছাত্রলীগের পক্ষ থেকে যাবতীয় সহযোগীতা করা হবে।তিনি আরও বলেন,হারিছার সাথে আমরা কথা হয়েছে।তার বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য ইতোমধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-আসিফ দিহান ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বাপারে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-আসিফ দিহান বলেন,ছাত্রলীগের সভাপতি নেতা আল নাহিয়ান খান জয়ের নির্দেশনা মোতাবেক আমরা সাদিয়া আফরিন হারিছার সাথে যোগাযোগ করেছি। তার মেডিকেল শিক্ষার যাবতীব খরচ বহন করবে ছাত্রলীগ।
Authorized ।। sangbadporto.com