নিজস্ব প্রতিবেদক-ঢাকাঃ ঢাকার দক্ষিনখান থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে্র দুই আওয়ামী দোসর ও চাঁদাবাজ চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে।নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ,দেশের এর একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও গন আন্দোলনের মাধ্যমে যে বৈপ্লবিক পরিবর্তন হয়, তাতে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ত্যাগ উল্লেখযোগ্য।
গণআন্দোলন পরবর্তী সময়ে চাঁদাবাজ ও কুচক্রী একটি গ্রুপের পায়তারা চলতে থাকে।তারা বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এর নামে অপপ্রচার চালায় এবং গুন্ডাবাহিনী নিয়ে আক্রমন করে।বিষয়ত এই দলের প্রধান হোতা হিসেবে থাকে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি।উল্লেখ্য,আওয়ামী রেজিমের দোসর এই বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি।যারা টেন্ডারবাজি ও আওয়ামীলীগ এর বিভিন্ন মন্ত্রীদের পোষা ছিল।
৩১ অক্টোবর ২০২৪,সকাল ৯ টায় ২০০ জনের একটি গুন্ডাবাহিনী নিয়ে তারা আক্রমন চালায়,হামলার জায়গাতে আহত হয় ২০ জনের উপরে।এর মাঝে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে মুমূর্ষ মনির হোসেন ও হাবিবুর রহমান নামের বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা।এসময় ১০ থেকে ১২ জনের মত ছাত্র আহত হয়।এ সময় ছাত্র শিক্ষক কর্মকর্তারা এক হয়ে অস্ত্রধারী পোষা সন্ত্রাসীদের পাকড়াও করে।আওয়ামী দোসর ও টেন্ডারবাজ বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে আটক করে রাখে।পরে যৌথবাহিনীর কাছে অর্থলিপ্সু ও চাঁদাবাজ অপরাধী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে সোপর্দ করে।
এর আগেও এরা ২৬ই আগস্ট ২০২৪ এ সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় নর্দান ইউনিভার্সিটি এর কর্পোরেট অফিসে।কর্পোরেট অফিসে বেশ কিছু নারী কর্মচারীর শ্লীলতা হানির চেষ্টা চালায় এবং ব্যপক ভাঙ্গচুর করে।জানা যায়,তারা রাজধানীর ধানমন্ডি থানার ১/১৩৬ নং মামলার আসামী।ওই মামলায় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী আসামি।একই সাথে তারা যাত্রাবাড়ী থানার সি আর ৮৩৭/২০২৪ মামলার আসামী।তাদের নামে যাত্রাবাড়ী দক্ষিণখান থানাতে ও একটা মামলা আছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সরাসরি শেখ হাসিনার পক্ষে মাঠে ময়দানে ছিল।গণ অভ্যুত্থানের পর রাজধানীর ধানমণ্ডি থানায় বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নং আসানি করে একটা মামলা করেন।ওই মামলায় আট সাথে সহযোগী আসামি।মামলায় বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করেছে।জানা গেছে,ওই দুই ব্যক্তি ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে সরাসরি আক্রমণ করেছিল।
Authorized ।। sangbadporto.com