মিজানুর রহমানঃ দেশব্যাপি মরণঘাতী ভাইরাস ডেঙ্গু আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রান হারাচ্ছে,আর যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে কাউকে প্রান হারাতে না হয় সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা জমজম টাওয়ারের পাশ থেকে ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।৩১শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় উত্তরা ১৩নাম্বার সেক্টর জমজম টাওয়ারের সামনে থেকে লিফলেট বিতরণের কার্যক্রম শুরু হয়ে ১১ নাম্বার সেক্টর ও ১৩ নাম্বার সেক্টরের বিভিন্ন সড়কের পাশে দোকানে,বাসা বাড়িতে লিফলেট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ মোস্তফা জামান,মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃআফাজ উদ্দিন,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন সোহাগ (রাজা),যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হাসান খন্দকার,যুগ্ম আহ্বায়ক মোঃ মতি মিয়া,যুগ্ম আহ্বায়ক মোঃ চান মিয়া,তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আলম,ঢাকা মহানগর উত্তর মৎসজীবি দলের এসএম রাশেদুজ্জামান দীপ্ত,উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ হানিফ,বিএনপি নেতা হাজী শফিক,সালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন,করোনা মহামারী,বন্যায় প্রাকৃতিক দূর্যোগের সময় তারেক জিয়ার নেতৃত্বে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ছিলাম,বর্তমানে ডেঙ্গুর পাদুর্ভাব বেড়েই চলেছে,তাই আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা জনসচেতনতার লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছি।তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন শ্লোগান হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে,তিনি আরো বলেন,আমরা আমাদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখবো যত্রতত্র ময়লা ফেলবোনা,পানি জমাকৃত পাত্র ঢেকে রাখবো যাতে করে ডেঙ্গুবাহীত এডিস মশার জন্ম না হয়।কেবল মাত্র সচেতনতাই পারে আমাদেরকে ডেঙ্গুর মহামারীর হাত থেকে বাচাতে,
এসময় ঢাকা ১৮আসন বিএনপি নেতাকর্মী ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।