আল-আমিন সরকার-ধনবাড়ী প্রতিনিধিঃ টাংগাইলের ধনবাড়ীতে গত ১৩ জুলাই রাত ১০ ঘটিকার সময় ধনবাড়ী থানার এস,আই জাহাংগীর এর নেতৃত্বে থানার চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মুশুদ্দি পুর্বপাড়া হইতে মোঃ মজনু শেখ(8০)পিতা আঃ বারেক শেখ,কে ২০ কেজি গাজা সহ আটক করে।পরে মজনু শেখ কে থানায় নিয়ে এসে মাদক আইনে মামলা দেয়।
ধনবাড়ী থানার মামলা নং ০8 ধারা ৩৬(১) সরণির ১৯ (গ) মাদকদ্রব্য নিয়ঃ আইন ২০১৮ রুজু করা হয়।এ অভিযানে ধনবাড়ী এলাকাবাসী পুলিশ প্রসাশনকে ধন্যবাদ জানিয়েছে।এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান ধনবাড়ীকে মাদক মুক্ত করবো। ধনবাড়ীতে কোন মাদক থাকবে না।তিনি আরও জানান জেলা পুলিশের সহযোগিতায় ধনবাড়ী থানাকে মাদক মুক্ত করবো।এ অভিযানে সচেতন নাগরিক সমাজ ও মুশুদ্দি এলাকার লোকজন প্রসাশন ও অভিযান পরিচালনাকারী টিমকে ধন্যবাদ জানিয়েছে।
Authorized ।। mizanur rahman