আল-আমিন সরকার-টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের ধনবাড়ীতে ১২ জুলাই রোজঃ শুক্রবার বিকাল 8ঘটিকার সময় ইয়াং ষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ধনবাড়ী নওয়াব ইনষ্টিটশন মাঠে।উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোঃ আঃ ওয়াদুদ তালুকদার সবুজ চেয়ারম্যান ধনবাড়ী উপজেলা পরিষদ ধনবাড়ী টাংগাইল।উক্ত অনষ্ঠানে আরও উপস্তিত ছিলেন জনাব মোঃমনিরুজ্জামান বকল,মেয়র ধনবাড়ী পৌরসভা,ধনবাড়ী টাংগাইল।
মোঃ জনাব কাজী ওয়াজেদ আলী বাবু,জনাব মোঃ মীর আঃ রাজ্জাক মেহফুজ,জনাব মোঃ জাহেদুল হক মিলন,মোঃ রেজাউল করিম লিটন, মোঃ কাজী আল-আমিন,মোঃ আনোয়ার হোসেন,সহ ধনবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকগন উপস্তিত ছিলেন।এছাড়াও ইয়াং ষ্টার ক্লাবের সদস্য ঈদুল হাসান ও জনদরদী বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাব্বি হোসেন বাবু সহ সকল সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন।উক্ত ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহন করেন,সোয়াইব কম্পিউটার বনাম জিহাদ মটরস।ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় জিহাদ মটরস।বিজয়ী জিহাদ মটরস এর খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন,অনুষ্ঠানে উপস্তিত সম্মানিত সকল অতিথি মহোদয়।
Authorized ।। mizanur rahman