নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচেতনামূলক কর্মসূচী করেছে ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোন।উত্তরার আব্দুল্লাহপুরে সোমবার (১০ জুন) দুপুরের এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহিম।এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দিন প্রধান।কর্মসূচীতে পরিবহণ নেতা,মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় যত্রতত্র বাস না থামানো,বাস-বে ব্যবহার করা ও বাস স্টপেজে যাত্রী ওঠানামা করানো,অতিরিক্ত ভাড়া আাদায় ও যাত্রী পরিবহন না করা,ওভারটেকিং ও ওভারস্পিডিং না করা,এক রুটের গাড়ি অন্যরুটে না চালানো,যাত্রীদের মলম পার্টি,পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকতে সতর্ক করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এসি মো. ইব্রাহিম।
এসি ইব্রাহিম বলেন,এসব নির্দেশনা বাস্তবায়নে কাউন্টার ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কমিটিসহ অতিরিক্ত জনবল কাউন্টারের সামনে মোতায়ন করতে হবে।
Authorized ।। mizanur rahman