নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা রেন্ট এ কারের টোং দোকান,ভ্যানের কাঁচামাল,কাপড়,খাবার,চায়ের টোং দোকান উচ্ছেদ করেছে পুলিশ।উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে ১২ নং সেক্টরের খালপার পর্যন্ত সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএমপি ট্রাফিক পুলিশের উত্তরা পশ্চিম জোন।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান।এসময় তাকে সহযোগীতা করেন ট্রাফিক পুলিশের উত্তরা পশ্চিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফেরদৌস হোসেন,কমদ চত্তর ট্রাফিক বক্সের টিআই মো. নূরনবী প্রমুখ।
এ বিষয়ে এডিসি মো. কামরুজ্জামান বলেন,ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা হচ্ছে-কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না।স্যারের নির্দেশনায় আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি।
ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।কোন ভাবেই ফুটপাতে দখল করে ভ্যান বসানো কার্যক্রম করতে দেওয়া হবে না।অপর দিকে ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফেরদৌস হোসেন বলেন,সকাল থেকে দুপুর পর্যন্ত জমজম টাওয়ার থেকে খালপাড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসময় ফুটপাতে গড়ে তোলা ৬/৭টি রেন্ট এ কারের দোকান উচ্ছেদ ও রাস্তায় ভাড়ার জন্য পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
Authorized ।। mizanur rahman