নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীতে অবৈধভাবে পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা শশি ও হানিফ সহ মোট ১২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব সূত্র বলছে,আটক ব্যক্তিরা আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিল।
রাজধানীর কোতয়ালী থানার নয়াবাজার ও যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় গতকাল বুধবার দিবাগত মধ্য রাত ও গতকাল সকাল সোয়া ৬ টার দিকে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া)এম.জে.সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান,আটক ব্যক্তিরা হলো,চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ তৌকির আহমেদ ওরফে শশি(৩০),তার সহযোগী মোঃ সুমন(৩২),মোঃ আরিফ (২৭),মোঃ কামরান(২৪),মো:আবু হানিফ(৩৮),মোঃ মজিবুর রহমান ওরফে বাতাস(১৯),মোঃ শাহিন(২১),মোঃ শান্ত(২২),মোঃ লিটন(১৮),মোঃ সাগর ইসলাম(১৮),মোঃ শাহাদাত হোসেন(১৮) ও মোঃ রুবেল(৩২)।
রাজধানী ঢাকার কোতয়ালী,মানিকগঞ্জ,পটুয়াখালী,শরিয়তপুর,চট্টগ্রাম,লক্ষ্মীপুর,
মুন্সিগঞ্জ,কুমিল্লা ও বরিশাল জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ-৯,২৪০ টাকা ও ১২ টি কাঁঠের লাঠি উদ্ধার করা হয়।
র্যাব বলছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী,যাত্রাবাড়ী,ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Authorized ।। mizanur rahman