মোঃ নুরুন্নবী(বিশেষ প্রতিনিধি)
আব্দুল্লাপুর-আশুলিয়া মহা সড়কের পাশে কামারপাড়া(প্রতাশ্যা ব্রিজ সংলগ্ন) অবস্থিত ওমেগা হাসপাতাল।মহান ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ওমেগা হাসপাতালের পক্ষ থেকে,বুধবার (২১ ফেব্রয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফ্রী স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে প্রাথমিক ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।হাসপাতালের এসিস্ট্রেন ম্যানেজার ইমরান হাওলাদার (নয়ন) বলেন,হাসপাতাল কর্তৃপক্ষ গরিব দুঃখী,অসহায় ও সকল শ্রেণী পেশার মানুষের জন্য আজ ২১ ফেব্রয়ারী বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ১। মেডিসিন ২। হৃদরোগ ৩। গাইনী ৪। ডায়াবেটিস ৫। দন্তরোগ ৬। শিশুরোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া চক্ষু,কিডনি,মেডিসিন,হাইপ্রেসার,বাতজ্বর,শ্বাসকষ্ট,মাথা ব্যাথা,হরমোন, ডায়াবেটিস,অর্থোপেডিক্স,ট্রমা,হার-জোড়া,বাত-ব্যথা,টিউমার ও পঙ্গুরোগ, নবজাতক ও শিশু কিশোর রোগ,হৃদরোগ ও গ্যাস্ট্রোলিভার সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।তুরাগের রাজাবাড়ী থেকে চিকিৎসা নিতে আসা তোহির উদ্দিন নামে এক রোগী বলেন,ওমেগা হাসপাতালের চিকিৎসা ভাল এবং সুনাম রয়েছে।তাই আমরা এখানে চিকিৎসা নিতে আসি,একই কথা তপন কুমার, সাদিয়া বেগম সহ অন্যন্য রোগীরা ও বলেছেন।ওমেগা হাসপাতালে নবজাতক ও শিশু কিশোররোগ বিশেষজ্ঞ ডাঃ উম্মে সালমা,এমবিবি এস সিসিডি(বারডেম) সি এমইউ,মেডিসিন হৃদরোগ গ্যাস্ট্রোলিভার শিশু রোগ ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ গনিউল আজিজ ইবনে হুসাইন, এমবিবিএস(আয়ারল্যান্ড)কিডনি মেডিসিন হাই প্রেসার বাতজ্বর শ্বাসকষ্ট মাথা ব্যাথা হরমোন ও ডাইবেটিস রোগ বিশেষজ্ঞ অন্যন্য ডাঃ গন অর্থোপেডিক্স ট্রমা হাড়জোড়া বাত ব্যথা টিউমার ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা প্রদান করেন।
ম্যানেজিং ডিরেক্টর মোঃ সজিব মীর বাহার বলেন,জরুরী সেবার ক্ষেত্রে (আইসিইউ)প্রয়োজন।আইসিইউ’র কাজ চলছে,আগামী মাস থেকে চালু হয়ে যাবে ইনশাল্লাহ।মানুষের সেবার জন্য ওমেগা হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে, আমরা রোগীদের অর্থ নয়,রোগীদেরকে পূর্ণ সেবার বেশি মূল্য দিয়ে থাকি, হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ বিশেষ দিনগুলোতে সকল মানুষের জন্য ফ্রি ক্যাম্পেইন চালু করবে।
Authorized ।। mizanur rahman