24 December- 2024 ।। ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


মহরম আলী হত্যা মামলা ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামী আব্দুর রশীদ আশুলিয়ায় আটক

পাবনার বেড়ায় চাঞ্চল্যকর মহরম আলী হত্যা মামলা,ডাকাতিসহ অর্ধডজন মামলার দীর্ঘ ১৩ বছর যাবত পলাতক আসামী আব্দুর রশীদকে আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।র‍্যাব বলছে,পাবনা জেলার সাঁথিয়া থানার বড়গ্রাম (নতুনপাড়া) মোঃ ফয়েজুদ্দিনের পুত্র।পাবনার বেড়ায় মহরম আলী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘ দিনের পলাতক আসামী আব্দুর রশীদ(৩৬)।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১,উত্তরার একটি দল গতকাল বুধবার রাত ১ টার দিকে আশুলিয়া থানার কুটুরিয়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‍্যাব জানান,বিগত ২০১০ সালে পাবনা সাঁথিয়া থানার ফেসুয়ান গ্রামের জনৈক মাজেদ শেখ এর কন্যা নাছিমাকে পাবনা জেলা সদরে বিবাহ প্রদান করে।পরবর্তীতে সাঁথিয়া থানার ভিকটিম মহরম আলীর সাথে নাছিমার প্রেমের সম্পর্ক হওয়ায় নাছিমা তার পূর্ববর্তী স্বামীর ঘর থেকে পালিয়ে এসে ভিকটিম মহরম আলীকে বিবাহ করে।কিন্তু নাছিমার আত্বীয় স্বজন বিষয়টি মেনে নিতে না পেরে ভিকটিম মহরম আলীকে আটক করে পাবনা বেড়া থানার গুপিনাতপুর নাছিমার খালার বাড়িতে নিয়ে ভিকটিমকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে এবং গোবর ও মানুষের প্রস্রাব খাইয়ে করতঃ হত্যা করে।

ওই ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ জাকির হোসেন বাদী হয়ে আসামী আঃ রশিদকে প্রধান আসামী করে ৪ জন সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।ঘটনার পর থেকে দীর্ঘ ১৪ বছর আসামী আঃ রশিদ আত্নগোপনে থাকে।ঘটনার পর থেকে র‍্যাব ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতার করার লক্ষ্যে কাজ শুরু করে।

র‍্যাব জানিয়েছে,অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে,পাবনা জেলার বেড়া থানার ২০১০ সালের পেনাল কোড আইনে দায়েরকৃত মামলার পলাতক মূল আসামী আব্দুর রশীদ ঢাকা জেলার আশুলিয়া থানা কুটুরিয়া এলাকায় অবস্থান করছে।পরে তাকে গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে আটক করা হয়।তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


February 2024
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান