মিজানুর রহমানঃ
রাজধানী ঢাকা টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতে শুরু করেছেন ধর্মপ্রান মুসল্লিরা।আগামী শুক্রবার(২ ফেব্রুয়ারি)বাদ ফজর থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল পর্ব।বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আসতে শুরু করেছেন মুসল্লিরা।বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাস,ট্রাক,পিকআপে করে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা।বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন,এরই মধ্যে ইজতেমা ময়দানের সব কাজ সম্পন্ন করা হয়েছে।ইজতেমা পরিচালনা করার জন্য ময়দানসহ বাদবাকি সবকিছুই প্রস্তুত করা হয়েছে।মুসল্লিরা মঙ্গলবার রাত থেকেই ময়দানে আসতে শুরু করেছেন।সকালের দিকে মুসল্লি আসার সংখ্যা বেড়েছে।সারা দিনে মাঠ ভরে যাবে বলে আশা করছেন তিনি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,এবারের বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম দায়িত্বে থাকবে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন,এবারের ইজতেমায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ছয় সহস্রাধিক সদস্য ছাড়াও র্যাব,ডিএমপি এবং সাদা পোশাক ও গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।মাহবুব আলম আরও জানান,ইজতেমা এলাকায় কোনো প্রকার অবৈধ দোকান এবং হকারদের অবস্থান করতে দেয়া হবে না।
পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করে বলেন,ইজতেমায় র্যাব-পুলিশের যৌথ উদ্যোগে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।বিদেশি মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের জন্য নির্মিত আবাসস্থলের প্রবেশ পথে আর্চওয়ে বসানো হয়েছে। মাঠের মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা বলয় থাকছে।এ জন্য ইজতেমায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।মাঠের প্রবেশমুখে সার্চ টাওয়ার বসিয়ে সিসিটিভির মাধ্যমের পুরো মাঠ মনিটরিং করবে তারা।সেই সঙ্গে থাকবে তাবলিগের নিজস্ব নিরাপত্তা কর্মীরা।দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Authorized ।। mizanur rahman