নিজস্ব প্রতিবেদক:ঢাকা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনী আমেজে সরগরম কোর্ট প্রাঙ্গণ। ভোটারদের মধ্যে কৌতুহল আর প্রচারণায় কোর্টের অলিগলি উৎসবমুখর। চলতি মাসের ২৫ শে জানুয়ারি তারিখ ঢাকা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৪-২০২৫ ইং
এ বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফাহিম শরীফ
এ নির্বাচন উপলক্ষে সকল সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ আমেজ দেখা যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মো. আসলাম সিকদার।
Authorized ।। sangbadporto.com