মোঃনুরুন্নবী (বিশেষ প্রতিনিধি):
টাংগাইলে কনকনে ঠান্ডার সঙ্গে বেড়েছে হিম বাতাস।সকাল গড়িয়ে বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশায় ঢাকা পরছে গ্রামীন জনপদ।আজ শুক্রবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রী সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।উত্তর থেকে ভেসে আসা হিম বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।
রিক্সা চালক মোঃ হানিফ আলী বলেন,তীব্র শীতের সাথে হিম বাতাসের কারণে রিকশা নিয়ে বের হতে কষ্ট হচ্ছে।পেটের দায়ে বের হচ্ছি। কুয়াশার কারনে কিছুই দেখা যাচ্ছে না।তারপর আবার ঠান্ডা বাতাস,এতে করে আমরা ঘর থেকেই বের হতে পারছিনা।কি করে কাজ করবো আর কি ভাবেই সংসার চালাবো বুঝতে পারছিনা।
তীব্র শীতের কারণে গবাদি পশু এবং গৃহপালিত পাখিরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য অফিসার জানান, শীতের তীব্রতায় ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগী বৃদ্ধি পাচ্ছে এর বেশির ভাগই শিশু এবং বৃদ্ধ।
জেলা আবহাওয়া কর্মকর্তা জানান,বর্তমানে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে,আরও ২/৩দিন স্থায়ী থাকতে পারে।