মিজানুর রহমানঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জনগণের ভালোবাসা নিয়ে কেটলি মার্কার প্রার্থী,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী সিআইপি বেসরকারি ভাবে প্রাপ্ত ফলে বিজয়ী হয়েছেন।
ঢাকা-১৮ আসনে মোট ২১৭টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কেটলি প্রতীকে খসরু চৌধুরী ভোট পেয়েছেন ৭৯ হাজার ৮৫।ঢাকার এই আসনটিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামীলীগ।খসরু চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট।
আওয়ামীলীগ সমর্থিক লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
খসরু চৌধুরী সিআইপি বলেন,অতীতের যেকোনো দুর্যোগে,সুখে ও দুঃখে আমি আমার এলাকার মানুষর পাশে দাঁড়িয়েছি।আমি বিগত সময়ে আমার এলাকার মানুষর পাশে ছিলাম,এখনো আছি,ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো।সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমার এলাকার মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকি।এই চিন্তা ভাবনা করে আমি জীবন পরিচালনা করতে চাই।
Authorized ।। mizanur rahman