শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর ২ আসনের বিকল্পধারার কুলা প্রতীকের এমপি প্রার্থী আমিনুল ইসলাম ( বুলু) বলেছেন, আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই, আমি এসেছি চরআত্রার গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। শুক্রবার বিকালে চরআত্রায় গনসংযোগকালে তিনি এ কথ বলেন। বুলু আরো বলেন আমাকে যদি ভোট দেন তাহলে পাঁচ বছর কোন রাজনৈতিক মিথ্যা ভূয়া আজগুবি মামলা হবে না।
আরো বলেন বলেন, আপনারা জানেন আমাদের দল ছোট,রাজনীতিও ঠান্ডা। আমাদের দল দুর্নীতি করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে নাই। একটি টাকাও চাঁদাবাজি করে নাই। রাজনীতিতে একটি জিনিস শিখেছি, কর্মী যত কম মানুষের শান্তি ততো বেশী। কর্মী যত বেশী,মানুষের শান্তি ততো কম। তিনি আগামী ৭ জানুয়ারী কুলা মার্কায় ভোট দিয়ে শরীয়তপুর ২ আসনের জনগনকে শান্তিতে থাকার আহবান জানান। উপস্থিত ছিলেন, বাবুল হোসেন জমাদার, সুরুজ জমাদার,ওহিদুল ইসলাম বাবু প্রমুখ।