টাঙ্গাইল প্রতিনিধিঃ সাংবাদিক স.ম জাহাঙ্গীর আলম আর নেই,সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।স.ম জাহাঙ্গীর আলম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সংবাদকর্মী হিসাবে কাজ করতেন।জাহাঙ্গীর আলম ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনয়র সহ-সভাপতি হিসাবে কাজ করতেন।আজ শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহে,,,, রাজেউন)।
সাংবাদিক জাহাঙ্গীর আলম দুই সপ্তাহ যাবৎ স্ট্রোকজনিত কারনে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।আগামীকাল সকাল দশটায় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে প্রথম এবং দুপুর ২টায় বলিভদ্র নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Authorized ।। mizanur rahman