সোহেল রান:।কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হলেও বাকেরগঞ্জ উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন। আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না।
আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো বাকেরগঞ্জে নৌকা চাই, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ২২ বছর পরে আমাদের দাবি পূরনের জন্য সেই নৌকা প্রতীক আমাদের মাঝে উপহার দিয়েছে। জননেত্রী শেখ হাসনিা আমাকে দলীয় মনোনয়ন দিয়ে দাবি পূরণ করেছেন। তাই বরিশাল-৬ (বাকেরগঞ্জ) অবহেলিত উপজেলা কে সমগ্র বাংলাদেশের সাথে একতালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে আধুনিক উন্নয়নশীল স্মার্ট বাকেরগঞ্জ গড়ার স্বার্থে দলমতের উর্ধ্বে থেকে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিন।
মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক আরো বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের চলোমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনাদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সহযোগিতা করুন। আমার ব্যক্তিগত কোনো সুবিধার দরকার নেই। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ।আমার এই শেষ বয়সে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা জন্মভূমি বাকেরগঞ্জ উপজেলার রুপ উন্নয়নের ধারাবাহিকতা দিয়ে পরিবর্তন করে দিবো ইনশাআল্লাহ।