নিজস্ব প্রতিনিধিঃযুক্তফ্রন্ট নাম পরিবর্তনের জন্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি মেজর (অব.) আবদুল মান্নানের আহ্বান বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে জোট গঠনের প্রতিবাদ করেছেন এবং যুক্তফ্রন্ট নামটি পরিবর্তনের জন্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন।
২৩ নভেম্বর গণমা্ধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেন, সম্প্রতি কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে একটি রাজনৈতিক জোট গঠনের সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং যুক্তফ্রন্ট নামটি পরিবর্তন করার জন্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরও বলেন,প্রকৃতপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামের জোটটি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২০১৮ সালে গঠিত হয়।তখন থেকেই আমরা যুক্তফ্রন্টের নামে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছি।
বিবৃতিতে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি আরও বলেন, “আমি যুক্তফ্রন্ট নামটি পরিবর্তন করার জন্য কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।