ডেস্ক রিপোর্টঃ লিজেন্ড ঢাকা শো-রুম এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উত্তরা ১২ নং সেক্টর এস এ আর প্লাজায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শো-রুমের স্বত্বাধিকারী
শাহ আলম বিপ্লব। এসময় তিনি বলেন,দীর্ঘ দিন অনলাইনে লিজেন্ড ঢাকা নামে বেশ পরিচিতি পাওয়া ক্রেতা সাধারণের জন্য এই শো রুম উদ্বোধন করা হলো।
এখন থেকে শো রুমে জুতা ছাড়াও ক্রেতারা পাবেন লিজেন্ড ঢাকা ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের মেটাল ব্যান্ডের টি সার্ট, লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য থাকছে শার্ট, টি-শার্টসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী। শুধু তাই নয় শো-রুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার হিসেবে থাকছে ৩০% পর্যন্ত মূল্যছাড়।
Authorized ।। sangbadporto.com