ডেক্স রিপোর্ট:১নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ও কালিগঞ্জ বাজারের বিশিষ্ট (চাল) ব্যবসায়ী সমাজ সেবক মরহুম আঃ আজিজ এর পুত্র
আড়াইবেকী ইসলামিয়া জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী, মার্জিত স্বভাবের এবং সদা মিষ্টভাষী এলাকাতে ব্যাপক জনসমর্থন রয়েছে।রাজনীতি কে সঙ্গী করে এলাকার অসহায় ও দারিদ্রপীড়িত মানুষের বন্ধু হয়ে কাজ করবেন, সামজিক ব্যক্তিত্ব এমনকি একজন সমাজসেবক হিসেবেও বেশ পরিচিত,
মেহেদী হাসান দুলাল বলেন, কাথা নয় কাজে বাস্তবায়ন করতে চাই, মাদক সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অঙ্গীকার থাকবো, এলাকার সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চাই
মানুষের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো মানব সেবা, মানব সেবা একটি মহৎ গুণ কিন্তু মানব সেবার মত অর্জন করা সহজ নয়।
আর্থিক সামর্থ্য ও ক্ষমতা থাকা শর্তে ও অনেক মানুষ মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী না
তাই নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চাই