ডেস্ক রিপোর্টঃগ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, অধ্যাপক ড, একে এম সাইফুল মজিদ ২০২৩ সালে মে ২০২৩ হতে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে ২০ কোটি বৃক্ষ রোপনের সিদ্ধান্ত হাতে নিয়েছে।আগামী ২৫নং সপ্তাহে (১৮-২৪জুন) গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপন সপ্তাহ এবং একই সপ্তাহের ২০ জুন হতে বৃক্ষ রোপন দিবস ঘোষণা করা হয়েছে। বৃক্ষ রোপন দিবসে, তিন কোটি, এবং বৃক্ষ রোপন সপ্তাহে এক কোটি বনজ ও ফলজ বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
তারই অংশ হিসেবে মঙ্গলবার ২০ জুন তুরাগের কামারপাড়ায় বৃক্ষ রোপনের বিশেষ একটি দিন পালন করে। এর ধারাবাহিকতায় গাজিপুর যোনের অন্তর্গত উত্তরা এরিয়ার হরিরামপুর তুরাগ, দক্ষিণ খান, উত্তর খান, ভাটারা, সাতারকুল,পুবাইল, কালিগঞ্জ, নাগরি, ও দাউদপুর শাখায় মোট ২ লক্ষ চারা সদস্যদের মধ্যে বিতরন কর হয়।এসময় উত্তরা এরিয়ার “এরিয়া ম্যানেজার” মো: জিয়াউদ্দিন আহমেদ হরিরামপুর তুরাগ শাখায় বৃক্ষ বিতরন শেষে তিনি বলেন, বিশ্বের জলবায়ু যেভাবে উষ্ণ ও পরিবর্তন হচ্ছে তার থেকে বাচার একমাত্র পথ বেশি বেশি গাছ লাগানো। এসময় হরিরামপুর তুরাগ শাখার ব্যাবস্থাপক মো: সাব্বির হোসেন বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষ রোপণ করা অতিব জরুরী। ব্যাংকটির এরকম কর্মসূচি তে সদস্যদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।