ঈদ মানেই একটু বাড়তি কিছু। আর ঈদকে ঘিরে দেশের সঙ্গীতাঙ্গনের শিল্পীরা থাকে সরব। এবারের ঈদ উল ফিতরে শ্রোতা-দর্শকদের জন্য ঈদের বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের বেসরকারি টেলিভিশন বিজয় টিভি। একঝাক তারকা শিল্পীদের নিয়ে বিজয় টিভি আয়োজন করেছে ঈদের বিশেষ মিউজিক্যাল শো বিস্ক ক্লাব ফ্রুট ফান প্রেজেন্টস মিউজিক স্টুডিও। এস এম নাজমুল হক এর প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দিন থেকে শুরু করে সাতদিন ব্যাপী এই আয়োজন দেখা যাবে রাত ৯টায় শুধুমাত্র বিজয় টিভির পর্দায়। ঈদের বিশেষ এই সঙ্গীতায়োজনে থাকছেন সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া, ইমরান মাহমুদুল, সুলতানা ইয়াসমিন লায়লা, কামরুজ্জামান রাব্বি, অবন্তী সিঁথি, তসিবা বেগম।
Authorized ।। mizanur rahman