ডেস্ক রিপোর্টঃতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধায় রাজধানী তুরাগের ধউরে তৃতীয় লিঙ্গের অধিকারী কবির ওরফে কবিতার বাসস্থানে হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে কবিতার বোনের ছেলে ১৩ বছরের কিশোর ও এসডিসি ওভারসিস ট্রেনিং সেন্টারের এক শিক্ষার্থীর সাথে সাইকেল চালনো কে কেন্দ্র করে মারামারি হয়। এক পর্যায়ে কবিতা বিষয়টি মীমাংসাও করে দেন। কিন্তু মীমাংসাটি ট্রেনিংরত শিক্ষার্থীদের মনঃপূত না হওয়ায় ট্রেনিং সেন্টারের এমডি আলমগীরের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কবিতার বাসায়।বাড়ির মালিক আকলিমা বেগম এতে বাধা দিলে তাকেও রড দিয়ে পায়ে আঘাত করে।পরে কবিতার বাসায় তালা ঝুলানো দেখতে পেয়ে তালা ভেঙে বাসায় ঢুকে টিভি, ফ্রিজ ও মূল্যবান আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয় এবং ১০/১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ নগদ দুই লক্ষ টাকা লুটতরাজ করে চলে যায়। পরে সরেজমিনে এসডিসি ওভারসিস ট্রেনিং সেন্টারে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এদিকে ভুক্তভোগীর দাবী,কেন এই অতর্কিত হামলা এর সঠিক বিচার চাই