24 December- 2024 ।। ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


নতুন ৩ রুটে চলবে ‘নগর পরিবহন’র আরও ২২৫ বাস

নিজস্ব প্রতিনিধিঃরাজধানীর নতুন তিনটি রুটে আরও ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এ বিষয়ে প্রস্তুতিমূলক সব কাজ আগামী ৯০ দিনের মধ্যে শেষ করা হবে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কমিটির ২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ও ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস, সব মিলিয়ে নতুন করে ২২৫টি বাস নামানো হবে।

উল্লিখিত ২২ নম্বর রুটের আওতায় রয়েছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত; ২৩ নম্বর রুটের আওতায় থাকছে বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত আর ২৬ নম্বর রুট ধরা হয়েছে ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস সেবা চালু করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তখন ৫০টি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। ওই সময় ঢাকা সিটির দুই মেয়র (আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস) বলেছিলেন, বাস চালুর পরবর্তী দুই মাসের মাথায় এ রুটে আরও ৫০টি বাস নামানো হবে। এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও দ্বিতীয় দফায় ৫০টি বাস এখনো নামানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি মেয়র তাপস সাংবাদিকদের জানান, আগামী একমাসের মধ্যে আরও ২০টি বাস এ রুটে নামানো হবে। এছাড়া একই সময়ে আরও ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেওয়া হয়েছে।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নতুন তিনটি রুটে বাস নামানোর অংশ হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে বাসগুলো চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রীছাউনি নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। এসব কাজ শেষ হলে দিন-তারিখ ঠিক করে তিন রুটে নতুন ২৫০টি বাস নামানো হবে।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


March 2022
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান