ডেস্ক রিপোর্ট:
গত ১৪/১২/২০২৪ তারিখ আনুমানিক রাত ৮:০০ ঘটিকায় রাতের আঁধারে কামারপাড়া স্কুল আ্যন্ড কলেজের শিক্ষক রেহেনা পারভীন, সহকারী শিক্ষক আনোয়ারুল সিদ্দিক, প্রভাষক রাকিবুল হাসান, শাহীন মিয়াজি ও শামসুর রহমানসহ আরো কয়েকজন শিক্ষক-কর্মচারী মিলে প্রতিষ্ঠানের দোতলার গোডাউনে থাকা ৫ থেকে ৭ বছর ধরে জমানো অব্যহৃত আনুমানিক ৮ থেকে ১০ মেট্রিক টন সরকারি পাঠ্যপুস্তক, পরীক্ষার খাতা ও অন্যান্য কাগজপত্রাদি চুরি করে বিক্রি করার সময় স্থানীয় এলাকাবাসী বাঁধা দেয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে।
পরবর্তীতে পুলিশ এসে চুরি হওয়া মালামাল উদ্ধার করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই এক ট্রাক মালামাল বিক্রি করে দেয়া হয়। পরে, এলাকাবাসীর উপস্থিতিতে কামারপাড়া স্কুল আ্যন্ড কলেজের শিক্ষক রেহেনা পারভীন বলেন, খুরশিদ জাহানের বিরুদ্ধে আমরা রিট করেছি, বিভিন্ন অফিসে খরচসহ ইতোমধ্যে আমাদের ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়েছে, তাই উক্ত টাকা শোধ করার জন্য এ সমস্ত মালামাল বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, বিধিমোতাবেক সরকারি পাঠ্যপুস্তাক বিক্রির কোন সুযোগ নেই। অন্যান্য মালামাল গুলো ক্রয় কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বিক্রির নিয়ম রয়েছে। রাতের আঁধারে চুরি একটি গর্হিত অপরাধ।
Authorized ।। sangbadporto.com